
|| নিজস্ব প্রতিবেদক ||
উপমহাদেশের বিখ্যাত আলেমে দ্বীন, সাংবাদিক, কলামিস্ট, সাহিত্যিক, সংগঠক, ইসলামি ব্যাক্তিত্ব, বহু গ্রন্থ প্রণেতা ও ইসলামী ঐক্য আন্দোলনের প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ.)-এর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) কুষ্টিয়া শহরস্থ দারুন নাজাত মডেল মাদ্রাসায় এই মাহফিলের আয়োজন করা হয়।

মাদ্রাসা প্রধান মাওলানা মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
দোয়ায় বলা হয়, পবিত্র মাহে রমজানের উছিলায় ও মুসলিম উম্মাহর খেদমতের উছিলায় মহান আল্লাহ তায়ালা মরহুম মওলানার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিন এবং জান্নাতের উচ্চ মাকাম দান করুন। পরিশেষে, বাংলাদেশ ও মজলুম ফিলিস্তিনবাসী-সহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।