
|| আক্তার হোসেন হাওলাদার | তজুমদ্দিন (ভোলা) ||
ভোলার তজুমদ্দিন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরমোজাম্মেল সালাউদ্দিন বাহিনীর ৫ সদস্যকে মধ্য রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৭টি দেশীয় অস্ত্র, ৪টি রকেট ফ্লেয়ার এবং ৪ রাউন্ড গোলা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৭ মার্চ) মধ্য রাতে বাংলাদেশ কোস্ট গার্ড বেইস ভোলা, চরমোজাম্মেলে এই বিশেষ অভিযান পরিচালনা করেন। পরে তাদের ভোলা সদর থানায় সোপর্দ করা হয়।
ভোলা কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার মোঃ সিয়াম উল হক স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলো মোঃ হারুন দফাদার (৫০), মোঃ রুবেল (২৬), মোঃ কবির মাঝি (৪৭), মোঃ ইউনুস (৩৬), মোঃ ফেরদৌস ওরফে হেজু (৪০)। এদের সকলের বাড়ি তজুমদ্দিন উপজেলার চরমোজাম্মেল।