
|| নিজস্ব প্রতিবেদক ||
ভোলায় মুহাদ্দিস মাওলানা মোঃ আমিনুল হক নোমানীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও শোক র্যালি করেছে জেলার সর্বস্তরের তৌহিদি জনতা। পরে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
শহিদ নোমানী, ইসলামী ঐক্য আন্দোলনের ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক, সদর উপজেলা পরিষদ মসজিদের খতিব এবং ভোলা দারুল হাদীস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। এছাড়াও তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রাক্তন শিক্ষার্থী এবং মিষ্টভাষী ইসলামিক সুবক্তা ছিলেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা শহরের হাটখোলা মসজিদ চত্ত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ভোলা জেলা সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন মসজিদের মুসুল্লি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ হাজারো মানুষ অংশ নেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক মো. আজাদ জাহান বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, গত শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে এশার নামাজ শেষে নিজ গৃহে ফেরার পর দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। হত্যার সময় মুহাদ্দিস নোমানী তার ঘরে একাই ছিলেন।