
|| আক্তার হোসেন হাওলাদার | তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||
ভোলা জেলায় মেঘনা-তেতুলিয়া নদীতে প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে প্জেরায় দেড় লাখ জেলে পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।
সোমবার (৬ অক্টোবর) তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলে পরিবার হাতে চাল তুলে দেন।

তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শুভ দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু। অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা মৎস্য অফিসার মোঃ আমির হোসেন।
জেলা মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, ভোলায় মোট নিবন্ধিত জেলের সংখ্যা ১ লক্ষ ৬৮ হাজার। চলতি অর্থবছরে ভোলা জেলার ১ লক্ষ ৪৩ হাজার ৪ শত ৪৮ জন জেলের জন্য জনপ্রতি ২৫ কেজি করে ৩ হাজার ৫ শত ৮৫ মেঃ টন চাল বরাদ্দ পাওয়া গেছে। হিসাব মতে, জেলায় প্রায় ২৫ হাজার নিবন্ধিত জেলে ভিজিএফ বরাদ্দ বঞ্চিত হয়েছে। এদিকে তজুমদ্দিনে নিবন্ধিত ১৮ হাজার ৭১৪ জন জেলের জন্য ৪৬৭ মঃটন চাল বরাদ্দ আসে।
অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান বলেন, ২২ দিনের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির সফল করতে সরকার জেলে পরিবারের পাশে থেকে সহায়তা করছেন। এক্ষেত্রে মা ইলিশ সংরক্ষণে জেলেদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলা প্রশাসক আরো জানান, আগামী ৩ দিনের মধ্যে সাত উপজেলায় চাল বিতরণ সমাপ্ত করতে নির্দেশনা দেয়া হয়েছে। এসময় বক্তরা সরকার ঘোষিত নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানান।