
|| আন্তর্জাতিক ডেস্ক ||
ভেনেজুয়েলার অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রভাব বিস্তার এবং দেশটির তেল বিক্রয় কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য নিজেদের নিয়ন্ত্রণে রাখার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) প্রকাশিত আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর দাবি করা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওয়াশিংটন ভেনেজুয়েলার ওপর তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রেখে দেশটির জ্বালানি খাতের ওপর পূর্ণ কর্তৃত্ব বজায় রাখতে চায়। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক অস্থিরতার পর ভেনেজুয়েলার তেল শিল্প যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, ঠিক তখনই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন কঠোর অবস্থানের ইঙ্গিত পাওয়া গেল।
মার্কিন প্রশাসনের এই পদক্ষেপ মূলত ভেনেজুয়েলার বর্তমান সরকারকে চাপে ফেলে তাদের নিজেদের স্বার্থ অনুযায়ী পরিচালিত করার একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র কেবল ভেনেজুয়েলার রাজনীতি নয়, বরং দেশটির প্রধান আয়ের উৎস তেল বাণিজ্যকে স্থায়ীভাবে নিজেদের বলয়ে নিয়ে আসতে চাইছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই নিয়ন্ত্রণ ব্যবস্থার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, যা দেশটির সার্বভৌমত্ব এবং বিশ্ব বাজারে জ্বালানি তেলের স্থিতিশীলতার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তবে ভেনেজুয়েলার পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের এই ‘ডিক্টেট’ বা খবরদারি করার প্রচেষ্টাকে সরাসরি প্রত্যাখ্যান করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
