বুধবার, জানুয়ারি ৭

​ভেনেজুয়েলায় দ্বিতীয় দফা সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

|| ​আন্তর্জাতিক ডেস্ক ||

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তুলে নেওয়ার পর দেশটিতে আবারও সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, মাদুরো সরকারের বাকি সদস্যরা যদি পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগে সহযোগিতা না করেন, তবে দেশটিতে দ্বিতীয় দফায় হামলা চালানো হতে পারে। গতকাল রবিবার (৪ জানুয়ারি) এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই কড়া হুঁশিয়ারি দেন।

​এ সময় ট্রাম্প জোর দিয়ে বলেন, সাম্প্রতিক সামরিক অভিযানের পর ভেনেজুয়েলার পূর্ণ নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে। তিনি আরও জানান, দেশটির নবগঠিত ও শপথ নেওয়া নতুন নেতৃত্বের সঙ্গে ওয়াশিংটন নিয়মিত যোগাযোগ রাখছে এবং তারা একসঙ্গে কাজ করছে। তবে বর্তমানে দেশটিতে নির্দিষ্টভাবে কে দায়িত্ব পালন করছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে ট্রাম্প বলেন, “কে দায়িত্বে আছে তা জিজ্ঞেস করবেন না। আমি উত্তর দিলে সেটি খুব বিতর্কিত হবে। এর মানে পরিষ্কার—আমরাই এখন সবকিছুর দায়িত্বে আছি।”

​ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বরাতে জানা গেছে, ট্রাম্পের এমন খোলামেলা বক্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রশ্নে যুক্তরাষ্ট্রের এই ভূমিকা নিয়ে বিশ্বজুড়ে কড়া সমালোচনার আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *