বৃহস্পতিবার, অক্টোবর ৯

ভেনিস চলচ্চিত্র উৎসবের উদ্বোধন

পর্দা উঠেছে ৮১তম ভেনিস চলচ্চিত্র উৎসবের। ইউরোপের অন্যতম প্রাচীন এই উৎসব শুরু হয়েছে ২৮ আগস্ট। যা চলচবে সেপ্টেম্বরের ৭ তারিখ পর্যন্ত।

জমকালো আয়োজনে ইতালির ভেনিসে শহরে উৎসবের পর্দা ওঠে। হলিউড ও ইউরোপিয়ান দেশগুলোর তারকাদের উপস্থিতিতে উৎসব স্থল তারকায় ভরে ওঠে। ধারণা করা হচ্ছে এবারের উৎসবটি এই চলচ্চিত্র উৎসবের আয়োজন ইতিহাসে সবচেয়ে তারকাবহুল উৎসব হতে যাচ্ছে।

চলতি বছর উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে ২১টি সিনেমা। যার মধ্যে রয়েছে প্রখ্যাত সব নির্মাতার সিনেমা। তাই এবার প্রতিযোগিতাও হবে বেশ জমজমাট। এখন দেখার অপেক্ষায় শেষ পর্যন্ত কার হাতে ওঠে উৎসবের সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন লায়ন (স্বর্ণসিংহ)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *