
|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি ||
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর হাসপাতালে ভর্তি প্রতিপক্ষ রোগীকে হত্যা চেষ্টায় লুৎফর রহমান (২০) নামের ১ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ওই যুবকের কাছ থেকে দুটি ধারালো দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করা হয়।
আটক যুবককে শনিবার (৫ জুলাই) সকালে কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে। ওসি হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত শুক্রবার কচাকাটা থানার দক্ষিণ সরকার টারী গ্রামের আব্দুল করিম ও আমির হোসেনের মধ্যে জমিজমার বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়। পরে আহতরা ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে ওই গ্রামের জহুর আলীর ছেলে লুৎফর রহমান (২০) হাসপাতালে এসে দেশীয় অস্ত্র দিয়ে চিকিৎসারত রোগীর উপরে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগ তুলে অপর পক্ষের লোকজন। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টি গোচর হলে তারা লুৎফর রহমানকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লুৎফর রহমানকে আটক করে। এসময় ওই যুবকের নিকট থেকে দুটি দেশীয় ধারালো অস্ত্র (হাসুয়া) উদ্ধার করে পুলিশ।
অপরদিকে, গ্রেফতারকৃত যুবক লুৎফর রহমান দাবী করেন তিনি তার পক্ষের লোকজনকে হাসপাতালে দেখতে গেলে বিরোধী পক্ষ তাকে আটক করে পুলিশে দেয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, হাসপাতালের ভিতরে ঢোকা এক যুবককে ধারালো দুটি দেশীয় অস্ত্রসহ আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ জানান, গ্রেফতার যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনপূর্বক শনিবার সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।