শুক্রবার, অক্টোবর ১৭

ভূরুঙ্গামারী সীমান্তে ১১ বাংলাদেশি আটক

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে প্রবেশের সময় নারী ও শিশুসহ ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ২২ বিজিবি ব্যাটালিয়নের সোনাহাট বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১০১১ থেকে প্রায় ৪০০ গজ ভেতরে ভূরুঙ্গামারী উপজেলার আমতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে ৫ জন পুরুষ, ২ জন নারী ও ৪ জন শিশু রয়েছে।

বিজিবি সূত্র জানায়, আটককৃতরা প্রায় এক বছর আগে কুমিল্লা সীমান্ত হয়ে ভারতের আসাম রাজ্যে কাজের সন্ধানে গিয়েছিলেন। পরে দেশে ফেরার পথে তারা বিজিবির হাতে ধরা পড়েন। আটক ব্যক্তিরা কক্সবাজার সদর উপজেলার কাকতলী গ্রামের বাসিন্দা।

তারা জানান, দালালদের সহযোগিতায় রাতের আঁধারে বিএসএফের সাহায্যে কাঁটাতার অতিক্রম করে দেশে প্রবেশের চেষ্টা করছিলেন। তবে সীমান্ত পার হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিজিবির টহলদল তাদের আটক করে।

আটকদের মধ্যে এক পরিবারের ছয়জন রয়েছেন। তারা হলেন—মৃত আলতাফ হোসেনের ছেলে মো. ইমাম হোসেন (৪৮), আব্দুল মালেকের ছেলে শফিউল্লাহ (১৮), মোহাম্মদ আলমের ছেলে নবী হোসেন (১৫), রবিউলের ছেলে রবিউল আলম (২০), ইসমাইলের ছেলে আজিজ (১৫) এবং মোহাম্মদ আবুর ছেলে মোহাম্মদ (৭)।

এ ছাড়া আমেনা বেগম (২৮), রিফা (৯), শাফা (৬), রেজিয়া (২১) ও নূর শাহিদা (২) নামের আরও পাঁচজন রয়েছেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “বিজিবি আটক ব্যক্তিদের থানায় নিয়ে এসেছে। তাদের পরিচয় ও উদ্দেশ্য যাচাই-বাছাই করা হচ্ছে। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *