বৃহস্পতিবার, অক্টোবর ৯

ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নে নদীভাঙন রোধে মানববন্ধন

|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি||

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৩ নং তিলাই ইউনিয়নের দুধকুমার নদের ভয়াবহ ভাঙন রোধে নদী সুরক্ষা বাঁধ নির্মাণের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দুধকুমার নদের পূর্বপাড়ে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে তিলাই ইউনিয়নের ১, ২ ও ৪ নং ওয়ার্ডের শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে ভুক্তভোগীদের পক্ষে বক্তব্য রাখেন তিলাই ইউনিয়ন বিএনপির সভাপতি ও ১ নং ওয়ার্ডের সাবেক সদস্য জনাব আবুল কালাম আজাদ, আক্তারুজ্জামান, নুরুল ইসলাম, সাবেক সদস্য অহিল উদ্দিন, বর্তমান সদস্য ছোরাব আলী, ইউসুফ আলী, ও কছির উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, পানি উন্নয়ন বোর্ড যদি আরও ৭৫০ মিটার নদী রক্ষা বাঁধ নির্মাণ করে, তাহলে তিলাই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পূর্বপাড়কে ভাঙন থেকে রক্ষা করা সম্ভব হবে। গত দুই বছরে প্রায় ৫০ একর বসতভিটা ও আবাদি জমি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এতে প্রায় ২০০টি পরিবার ভূমিহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে।

এলাকাবাসীর দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে নদী ভাঙনের কবলে আরও কয়েকটি গ্রাম বিলীন হয়ে যাবে এবং পুরো এলাকার ভূচিত্র বদলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *