
|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছর পূর্তি উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা যুবদলের উদ্যোগে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্তর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি মোঃ রায়হান কবির।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ নাদিম মোস্তফা। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল এহেসান ও সাধারণ সম্পাদক হাসান জুবায়ের হিমেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল এবং সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ আল মামুন বাবু।
দিনব্যাপী কর্মসূচির সূচনায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, “বিএনপি সবসময় গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। যুবদল সেই আন্দোলনের অন্যতম শক্তি হিসেবে কাজ করছে।” তারা আরও বলেন, “জনগণের অধিকার আদায়ে যুবদলকে আরও ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।”
বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বলেন, “দল যাকে ধানের শীষ প্রতীক দেবে, তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।
