শনিবার, অক্টোবর ১১

ভূরুঙ্গামারীতে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন পালন

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ভূরুঙ্গামারী বাজার জামে মসজিদের ইমাম হযরত আলী।

এ সময় উপস্থিত ছিলেন নব গঠিত উপজেলা কমিটির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুল ওয়াদুদ, যুগ্ন আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা, অন্যতম সদস্য কাজী নিজাম প্রমুখ।

এতে উপজেলা বিএনপি, যুব দল, সেচ্ছাসেবক দল, কৃষক দল, তাতী দল ও ছাত্র দলের সভাপতি সম্পাদকসহ অঙ্গ সংগঠনগুলির তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *