
|| কুড়িগ্রাম প্রতিনিধি ||
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিচারাধীন জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিরিনা আক্তার হাসি ভূরুঙ্গামারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পাথরডুবি ইউনিয়নের থানাঘাট এলাকায় গত বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। শিরিনা আক্তার জানান, প্রায় এক দশক আগে তিনি পারিবারিক সূত্রে তার চাচা জাহাঙ্গীর খন্দকারের কাছ থেকে জমিটি ভোগদখলে পান। পরে জানতে পারেন, জমিটি গোপনে অন্য একজনের কাছে বিক্রি করা হয়েছে। এ নিয়ে বর্তমানে কুড়িগ্রাম দেওয়ানি আদালতে একটি মামলা বিচারাধীন।
শিক্ষিকার অভিযোগ, মামলার চলমান অবস্থার মধ্যেই অভিযুক্তরা তাঁর জমিতে স্থাপিত সেচ মটরের ঘর ভাঙচুর করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করেন। তিনি বলেন, “বৃহস্পতিবার বিকেলে কয়েকজন ব্যক্তি দলবলসহ এসে সেচ ঘরটি ভেঙে ফেলে। বাধা দিতে গেলে তারা আমাকে হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। পরবর্তীতে আমি নিরাপত্তার স্বার্থে থানায় জিডি করি।”
অভিযুক্ত আয়েন উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি জাহাঙ্গীর খন্দকারের কাছ থেকে দলিল অনুযায়ী জমিটি কিনেছি। ঘরটি সরিয়ে নিতে একাধিকবার অনুরোধ করলেও তারা সাড়া দেয়নি। পরে স্থানীয় কয়েকজনের পরামর্শে ঘরটি সরিয়ে দেওয়া হয়।”
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনার সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশের একটি ইমার্জেন্সি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”
পাথরডুবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর বলেন, “এখনও ঘটনাটি সম্পর্কে জানি না। থানাঘাট এলাকায় গিয়ে খোঁজ নিতে হবে।”
এদিকে স্থানীয়দের অভিযোগ, জমি নিয়ে আদালতে মামলা চলাকালে একতরফাভাবে দখলের চেষ্টা বেআইনি। এতে এলাকায় উত্তেজনা বাড়ছে এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই।