
২০% বাড়ি ভাতা, চিকিৎসা ভাতা ও চাকরি জাতীয়করণের দাবিতে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা
|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
২০ শতাংশ বাড়ি ভাতা, চিকিৎসা ভাতা, চাকরি জাতীয়করণসহ ন্যায্য দাবিগুলো বাস্তবায়ন এবং ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা কর্মবিরতি ও প্রতিবাদ সভা করেছেন।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার কলেজ মোড়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, “শিক্ষক সমাজ ন্যায্য দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক পদক্ষেপ না নেওয়ায় আমরা বাধ্য হয়েছি কর্মবিরতিতে যেতে।” তারা আরও বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
সম্মিলিত শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম মুকুল এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ বাবুল আক্তার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন, ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আলতাফ হোসেন, বাউসমারী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মজিদ, এবং ভূরুঙ্গামারী মহিলা কলেজের প্রতিনিধি আব্দুর রাজ্জাক প্রমুখ।
বক্তারা সরকারের প্রতি অবিলম্বে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং পুলিশি হামলার তীব্র নিন্দা জানান।
