সোমবার, আগস্ট ১৮

ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির নতুন কমিটির সাথে ইউনিয়ন নেতাকর্মীদের পরিচিতি সভা

|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সঙ্গে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলা কমপ্লেক্স হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

এসময় ফুলেল শুভেচ্ছা জানাতে পাথরডুবি ও বলদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। এর আগে আন্ধারীঝাড় ও শিলখুড়ি ইউনিয়নের নেতাকর্মীরাও একইভাবে নবগঠিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি সভায় অংশ নেন।

দীর্ঘদিনের প্রতীক্ষার পর উপজেলা আহ্বায়ক কমিটি গঠিত হওয়ায় তৃণমূল থেকে শুরু করে উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। প্রতিদিনই শত শত নেতাকর্মী নতুন কমিটিকে শুভেচ্ছা জানাতে আসছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ওয়াদুদ, শাখাওয়াত হোসেন তৌহিদ, ইছাহাক আলী, মো. মোখলেছুর রহমান, মো. খলিলুর রহমান পলাশসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও সদস্য কাজী মো. নিজাম উদ্দিন, মো. কামরুল হাসানসহ নবগঠিত কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

সভায় সঞ্চালনা করেন উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ। বক্তব্য রাখেন আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ওয়াদুদ ও সদস্য কাজী নিজাম উদ্দিন। বক্তারা কুড়িগ্রাম জেলা বিএনপি ও কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন—

“দলের ভেতরে বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। কুড়িগ্রাম-১ আসনে যাকে মনোনয়ন দেওয়া হবে, তাকে বিজয়ী করা আমাদের প্রধান দায়িত্ব।”

অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্লোগানে মুখরিত পরিবেশে সমাপ্তি ঘটে পরিচিতি সভার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *