শনিবার, জুলাই ২৬

ভূমি বিরোধে মামা কর্তৃক ভাগ্নে হত্যা; গ্রেফতার ২

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ||

পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী তক্ষিরায় পাড়ায় জমি সংক্রান্ত বিরোধে মামার দায়ের কোপে ভাগিনা খুন হয়েছে।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ মে) বিকালে ৯৯৯ নাম্বার কল করে খুনের ঘটনা জানায় মৃতের ভাগিনা খরন্জয় ত্রিপুরা। দুর্গম এলাকায় নিরাপত্তা জনিত কারণে ৯ মে ২০২৫, শুক্রবার দুপুরে মৃত কল্পরন্জন ত্রিপুরার (৫৮) লাশ উদ্ধার করা হয়। একই সাথে এলাকাবাসীর সহযোগিতায় হত্যাকান্ডের সাথে জড়িত ঘাতক পূর্ণ বিকাশ ত্রিপুরার মেয়ে ভাগ্যরতি ত্রিপুরা (৩০) ও তার স্বামী যোগি ত্রিপুরা (৩৫)কে দুই জন আসামিকে আটক করা হয়।

নিহত কল্প রন্জন ত্রিপুরার ভাগিনা খরন্জয় ত্রিপুরা জানায়, সীমান্তবর্তী তক্ষিরায় পাড়া ভুমি বিরোধ নিয়ে দীর্ঘদিন পারিবারিকভাবে ঝগড়া চলছিলো। সমাজিকভাবে কয়েকটি বৈঠক হয়েছে। ঘটনার দিন বিরোধপূর্ণ জমিতে তাদের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে দা দিয়ে কুপিয়ে তাকে মারা হয়। আমি খবর পেয়ে তাৎক্ষণিক ৯৯৯ নাম্বারে কল দিয়ে প্রশাসনকে জানাই।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন বলেন,লাশের ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের ছেলে কিরণ জ্যোতি ত্রিপুরা বাদী হয়ে চার জনের নামে মামলা করেছে। ঘটনার সাথে সম্পৃক্ত দুই জন আসামিকে আটক করা হয়েছে। আসামীদের আগামীকাল আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *