
|| আব্দুল হামিদ সরকার ||
হে কবি সারথি, হেবা কামাল,
তোমাকে ভুলবো না কোনদিন।
ধর্মীয় মূল্যবোধে জাগ্রত ছিলো যে তোমার হিয়া
কলমযোদ্ধায় তুমি ছিলে নন্দিত সারথি
চলে গেলে পরপারে, অভিবাদন জানিয়ে পৃথিবী।
এভাবে পৃথিবী হতে তোমার প্রস্থান–
কাম্য ছিলো না মোদের, অশ্রুসিক্ত নয়নে
ফিলিস্তিনের ভূখণ্ডে এখনো খুঁজি তোমায়।
বর্বর পাষণ্ড ইজরায়েল সেনাদের ছোড়া
বিক্ষিপ্ত বোমায়, তোমার প্রাণপাখি উড়ে গেলেও —-
রক্ত নদী সাঁতরিয়ে সৌহার্দ্য, সম্প্রীতি ও ইসলামের
পতাকা রাখবো উচিয়ে, ইস্পাত কঠিন দৃঢ় অঙ্গীকারে।
জুলুমবাজদের অহমিকা, দাম্ভিকতা,
বিচূর্ণ হবেই একদিন।
ফিলিস্তিনের আবহাওয়া আর জলবায়ুতে
এখন শুধু বারুদের গন্ধ।
নাহি কোলাহল শপিংমল, উদ্যান আর লোকালয়ে
শিশু, যুবক, বৃদ্ধ নির্বিচারে পিষে মারছে
ঐ শকুনের দলে।
ইজরায়েল এবার খামোশ হও,
ধিক্কার জানাই তোমাদের অসভ্যতাকে।
তোমরা আমার কবিবন্ধু হেবা কামালকে নিলে কেড়ে
শত সহস্র মায়ের বুকে হাহাকার দিলে ভরে,
সুবর্ণতার চাদর তুলে বিবর্ণ সকাল দিলে উপহার।
রক্তের মিছিলেও মোদের কন্ঠ হয়নি স্থবির,
বরং হয়েছে আরো মসৃণ।
ধর্মীয় স্বাধীনতায় কেন বারংবার হস্তক্ষেপ?
স্বাধীনতার স্বাদ নিতে আমরা এখন ঐক্যের শিবিরে
লক্ষ কোটি বক্ষ রেখেছি পেতে–
ফিলিস্তিনের মেঠো পথে আর মরুপ্রান্তরে ।
হে কবি সারথি হেবা কামাল,
তোমার হস্তে আর কোনদিন লিখবে না কবিতা,
অসত্যের টুটি চেপে ধরে বের হবে না আর
প্রতিবাদী কাব্যের স্রোত।
অসুন্দরের আস্ফালন ক্ষণস্থায়ী, হে শহীদি বন্ধু
বিজয় হবেই সত্যের, পরাভূত হবে বর্বরতার হাসি,
ঈমানী শক্তিতে মোরা হয়েছি যে আগুয়ান
ইসলামের কেতন হাতে লড়ছে যে বীর পালোয়ান।
রক্ত দিচ্ছে ফিলিস্তিনবাসী,
মোদের হৃদপিণ্ডেও দিয়েছে নাড়া
আমরা যে সত্যকে ভালোবাসি।
ইসলামের চেতনায় শাণিত যে মোদের হিয়া,
আর কতো রক্ত ঝরাবে হায়নার দল?
সীমালঙ্ঘনকারীদের আর নাহি দিবো ছাড়।
হে মুসলিম, বিভেদ আর ভ্রান্তিতে নিঝুম রাতের মতো
ঘুমিয়ে থাকার ক্ষণ নাহি আর।
জেগে উঠো, দাঁড়াও ফিলিস্তিনি রক্তাক্ত মানুষের পাশে।
সত্যের জয় যে অবশ্যম্ভাবী, হে মানবতা বিরোধী দল।
বাংলার ভূখণ্ড থেকে স্যালুট জানাই শহীদানদের
আর আমার কবি বন্ধু হেবা কামালকে।
তুমি নিশ্চিহ্ন হওনি, হওনি নিরাকার
কলমের আঁচড়ে তুমি চিত্রায়িত হবে বারবার।
আমরা যে তোমার কলম বন্ধু,
স্মৃতির দর্পনে থাকবে চিরকাল।
যতদিন পাখিদের দল ছুটবে আকাশের নীলিমায়
যতদিন সূর্য দিবে কিরণ, আমরা তোমার উত্তরসূরী
হে কবি বন্ধু হেবা কামাল।
তোমার কালজয়ী কাব্যিক চেতনার মশাল হাতে
তোমাকে খুঁজে নিবো ফিলিস্তিনের ভূখণ্ডে।
দুঃখ করোনা বন্ধু, তোমার শাহাদতে হয়নি আড়ষ্ট
বরং বাহুতে শক্তি ফলেছে দ্বিগুণ
জান্নাতের ছায়াতলে তুমি হাসবে অনন্তকাল।
হে কবি সারথি হেবা কামাল,
তোমার দর্শন, তোমার কথন, জ্বলবে হীরকের মতো
ফিলিস্তিনির মৃত্তিকায়।
তুমি জীবিত হেবা কামালের চেয়ে
মৃত শহীদি হেবা কামাল আরো বেশি স্পর্শময়ী।
হে বিশ্ববিবেক, হে শান্তি প্রত্যাশী আদমসন্তান
এসো প্রতিজ্ঞাবদ্ধ হই সবে—
হুইসিল দিয়ে আর নয় যুদ্ধ,
হুইসিল দিয়ে যুদ্ধ করি বন্ধ।
মানবতার হোক জয়,
বর্বরতার হোক ক্ষয়।
লেখক: বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এবং সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। রচনাকাল: ৯ ফেব্রুয়ারি, ২০২৫।