বুধবার, অক্টোবর ২৯

ভুরুঙ্গামারীতে শত্রুতার জেরে ১২০০ কলাগাছ কেটে নষ্ট!

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এক কৃষকের প্রায় ১২০০ কলাগাছ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে উপজেলার শিলখুড়ী ইউনিয়নের উত্তর ধলডাঙ্গার কাইজার চর গ্রামে।

ক্ষতিগ্রস্ত কৃষক বুধবার (২৯ অক্টোবর) ভুরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় হাতেম আলীর পরিবারের লিজ নেওয়া জমিতে লাগানো ওই কলাগাছগুলো মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কিছু অজ্ঞাত দুর্বৃত্ত কেটে ফেলে।

স্থানীয়রা জানান, শত্রুতার জেরে এমন নৃশংস ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ফসলের ক্ষতি সাধন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

গ্রামের বাসিন্দা মনসের আলী বলেন, “এ ঘটনায় কমপক্ষে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। যারা এমন কাজ করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।”

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *