শনিবার, জানুয়ারি ১০

ভিপি নুর ও তাঁর দলের নেতাকর্মীদের উপর বর্বোরচিত হামলা দেশ জাতির জন্য অশনি সংকেত _ইসলামী ঐক্য আন্দোলন

|| নিজস্ব প্রতিবেদক ||

গতকাল গণঅধিকার পরিষদের সভাপতি নূরুর হক নূর ও তাঁর দলের নেতাকর্মীদের উপর আইন শৃঙ্খলায় নিযুক্ত বিভিন্ন বাহিনীর উপস্থিতিতে পরাজিত ফ্যাসিস্টদের গুন্ডাবাহিনী কর্তৃক বর্বোরচিত ও জঘন্য হামলায় গুরুতর আহত হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান।

নেতৃদ্বয় বলেন, এই জঘন্যতম ঘটনা দেশ জাতির জন্য অশনিসংকেত এবং জুলাই বিপ্লবোত্তর মানুষের আশা-আকাঙ্ক্ষা ও চাওয়া পাওয়া ধুলিসাৎ হওয়ার ইঙ্গিত। জুলাই বিপ্লবের পর দেশবাসী ভেবেছিল দেশের মানুষ তাদের জানমালের নিরাপত্তা ও বাক স্বাধীনতা ফিরে পাবে। কিন্তু সেটি না হয়ে দেশের আইন-শৃঙ্খলার চরম অবনতিতে দেশের মানুষের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। ইতিমধ্যেই জুলাই বিপ্লব ব্যর্থ হওয়ার পথে। ফলে ফ্যাসিস্টদের ফিরে আসার আবার পদধ্বনি শোনা যাচ্ছে।

নেতৃদ্বয় বলেন, অবিলম্বে ভিপি নূরের উপর হামলাকারীদের গ্রেপ্তার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *