মঙ্গলবার, মে ৬

ভারত-পাকিস্তানকে যুদ্ধে না জড়াতে জাতিসংঘ মহাসচিবের আহ্বান

|| আন্তর্জাতিক ডেস্ক ||

পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমেই বাড়ছে উত্তেজনা। এই পরিস্থিতিতে সোমবার (৫ মে) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় দেশকে ‘সর্বোচ্চ সংযমী’ এবং ‘যুদ্ধের পথ থেকে সরে আসার’ আহ্বান জানিয়েছেন।

গুতেরেস বলেন, দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা ‘সাম্প্রতিক বছরগুলোতে সর্বোচ্চ পর্যায়ে’ পৌঁছেছে এবং বর্তমানে তা ‘চরম উত্তপ্ত অবস্থায়’ রয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আমেরিকার নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে সাংবাদিকদের উদ্দেশে জাতিসংঘের মহাসচিব বলেন, সাম্প্রতিক উত্তেজনার কারণে প্রতিবেশী দুই দেশের সম্পর্ক ‘উত্তপ্ত অবস্থায় রয়েছে’।

তিনি ২২ এপ্রিলের পেহেলগাম হামলার নিন্দা করেন এবং দোষীদের ‘আইনসম্মত উপায়ে’ বিচারের আওতায় আনার আহ্বান জানান।

জাতিসংঘের মহাসচিব সতর্ক করে বলেন, ‘এ সংকটপূর্ণ সময়ে সংঘাত যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাই যেভাবেই হোক এ সংঘাত এড়াতে হবে।’ তিনি দুটি দেশের প্রতি জোরালো আহ্বান জানিয়ে বলেন, ‘এখন সময় যুদ্ধের পথ থেকে সরে এসে সর্বোচ্চ সংযমী হওয়ার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *