
|| থানা প্রতিনিধি, বেলকুচি, সিরাজগঞ্জ ||
ভারতের রামগির মহারাজ রাসূল (সা.) কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস, থানা শাখা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে বেলকুচি উপজেলার মুকুন্দগাতী যাত্রী ছাউনির সামনে এই বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। সমাবেশ শেষে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন সংগঠনের কর্মীরা।
বাংলাদেশ খেলাফত যুব মজলিস বেলকুচি শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস বেলকুচি শাখা সহ-সভাপতি মাওলানা আতিক, মাওলানা জুবায়ের হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সাত্তার, সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন, মাওলানা মুসা, মুফতি আবু ইউসুফ শরীফ প্রমুখ।