
|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের নাগেশ্বরী ভাওয়াইয়া একাডেমীর উদ্যোগে একাডেমীর ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া সন্ধ্যা ও আলোচনা সভা হয়। একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি ও রংপুর বেতার শিল্পী সাংবাদিক শফিকুল ইসলাম শফির পরিচালনায় ও ভাওয়াইয়া একাডেমীর সাধারণ সম্পাদক ও সংগীত গুরু আব্দুল জলিলের সার্বিক সহযোগীতায় ৩১ অক্টোবর সন্ধায় উপজেলা চত্তর টিএনটি মোড়ে ভাওয়াইয়া একাডেমী প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন এবিএম মেজবাহ উদ্দিন আহমেদ, নেজারত ডেপুটি কালেক্টর কুড়িগ্রাম, শেখ মাহাবুবে সোবহামী রেভেনিউ ডিপুটি কালেক্টর কুড়িগ্রাম, আবৃত্তিকারও প্রভাষক রেজাউল করিম রেজা, উপজেলা মৎস কর্মকর্তা শাহাদত হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, প্রেসক্লাব সভাপতি ও একাডেমীর উপদেষ্টা মন্ডলির সদস্য রফিকুল ইমলাম, নাট্যকার ও সংগীত শিল্পী মোজাম্মেল হক পাপন, বিশিষ্ঠ সংগীত শিল্পী হাবিবুল হক মৃধা, সংগীত শিল্পী আকমল হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
পরে ভাওয়াইয়া একাডেমী নাগেশ্বরীর পরিচালক, সাংবাদিক ও রংপুর বেতার শিল্পী শফিকুল ইসলাম শফি, আসমা খাতুনসহ একাডেমীর অনান্য শিল্পীরা গান পরিবেশন করেন।
