শুক্রবার, নভেম্বর ১৪

ব্রাকসু নির্বাচনের সময়সীমা ১ মাস বেধে দিলো শিক্ষার্থীরা

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচন আগামী এক মাসের মধ্যে চেয়ে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা।

আজ সোমবার (০৪ নভেম্বর) সকাল ১১ টায় প্রশাসনিক ভবনের সামনে সাধারণ শিক্ষার্থী ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ আন্দোলন, সংগ্রাম এবং শহীদ আবু সাঈদের আত্মত্যাগের মধ্য দিয়ে গত ২৮ অক্টোবর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) চূড়ান্তভাবে গেজেট আকারে প্রকাশিত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিশ্রুতি দিয়েছিল গেজেট পাওয়ার ৩০ অক্টোবরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু গেজেট প্রকাশে বিলম্ব হওয়ায় তা পিছিয়ে যায়। গেজেট প্রকাশের পর উপাচার্য প্রতিশ্রুতি দেন চলতি বছরেই ব্রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আজকের সিন্ডিকেট সভায় নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি বিশ্ববিদ্যালয়ের একটি মহল ব্রাকসু আইন সংশোধনের অজুহাতে নির্বাচন বিলম্বিত বা বানচালের অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

তারা আরও বলেন, আইনটি শতভাগ নিখুঁত না হলেও তা নির্বাচনের অন্তরায় নয়। প্রয়োজন হলে পরবর্তীতে সংশোধন করা যেতে পারে। তাই অবিলম্বে নির্বাচন কমিশন গঠন ও তফসিল ঘোষণা করে আগামী এক মাসের মধ্যে ব্রাকসু নির্বাচন সম্পন্ন করার দাবি জানাই।

শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হলে শিক্ষার্থীরা তাদের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনে নামতে বাধ্য হবে।

উল্লেখ্য ব্রাকসু নিয়ে জরুরি সিন্ডিকেট সভা চলমান। শিক্ষার্থীর অপেক্ষা করছেন সিদ্ধান্তের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *