রবিবার, জুলাই ২৭

ব্যাট হাতে ব্যর্থ শান্ত, খেলছেন না লিটন-মিরাজ-তাসকিনরা

|| স্পোর্টস ডেস্ক ||

১২টি দলের অংশগ্রহণে সোমবার থেকে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর। দলগুলোর সাথে পারিশ্রমিক ইস্যুতে বনিবনা না হওয়ায় দল পাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল লিটন দাসের। তবে ডিপিএল শুরুর আগের দিন গতকাল রবিবার দল পাওয়ার খবর জানা যায় টাইগার এই ওপেনারের। আজ শুরুর দিনে গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে মাঠ নামতে দেখা যায়নি লিটনকে। এছাড়া মোহামেডান দলে নাম লেখানো জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারও খেলছেন না। তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজদের দেখা যায়নি।

এদিকে আবাহনীর হয়ে খেলছেন নাজমুল হোসেন শান্ত। তবে ব্যাট হাতে ব্যর্থই বলা যায় তাকে। শুরু থেকেই বেশ স্ট্রাগল করতে দেখা যায় তাকে। বলের সাথে রান করতে হিমশিম খাচ্ছিলেন শান্ত। একসময় ৫১ বল খেলে ২০ রান করে বিদায় নেন তিনি। লেগ বিফোরে আউট হওয়ার পর মেজাজ হারাতে দেখা গেছে শান্তকে। হয়তো আম্পায়ের সিদ্ধান্তে খুশি না থাকায় হেলমেট ছুঁড়ে মারতে দেখা যায় শান্তকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *