
|| ক্যারিয়ার ডেস্ক ||
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ব্যাংক এশিয়া পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের ‘রিটেইল অ্যাসিট অ্যান্ড লিয়াবিলিটি সেলস’ বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার (এআরও)’ পদে নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ১৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে নিয়োগ তথ্যাদি
| বিষয় | বিস্তারিত তথ্য |
|---|---|
| প্রতিষ্ঠানের নাম | ব্যাংক এশিয়া পিএলসি |
| বিভাগের নাম | রিটেইল অ্যাসিট অ্যান্ড লিয়াবিলিটি সেলস |
| পদের নাম | অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার (এআরও) |
| পদসংখ্যা | নির্ধারিত নয় (একাধিক) |
| শিক্ষাগত যোগ্যতা | স্নাতক বা সমমানের ডিগ্রি (যেকোনো বিষয়) |
| কাজের অভিজ্ঞতা | প্রয়োজন নেই (ফ্রেশাররা আবেদন করতে পারবেন) |
| বয়সসীমা | সর্বোচ্চ ৩২ বছর |
| প্রার্থীর ধরন | নারী ও পুরুষ উভয়ই যোগ্য |
| চাকরির ধরন | চুক্তিভিত্তিক |
| বেতন ও সুযোগ | আলোচনা সাপেক্ষে এবং ব্যাংকের বিধি মোতাবেক |
| কর্মস্থল | ঢাকা ও চট্টগ্রাম |
| আবেদনের শেষ সময় | ১৫ জানুয়ারি ২০২৬ |
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে ব্যাংক এশিয়া পিএলসি আবেদন করতে পারবেন।
