শুক্রবার, মার্চ ১৪

ব্যাংককের যৌনপল্লিতে কেন আড়াই ঘণ্টা ছিলেন অমিতাভ বচ্চন!

|| বিনোদন ডেস্ক ||

যৌনপল্লির কারণেও প্রসিদ্ধ ব্যাংকক। পর্যটকরা রাত রঙিন করে তুলতে ঢু মারেন সেখানকার যৌনপল্লিতে। একবার বলিউড মেগাস্টার অমিতাভও গিয়েছিলেন সেখানে। ছিলেন আড়াই ঘণ্টা। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে সেসব ফাঁস করেছেন পরিচালক অপূর্ব লাখিয়া।

ঘটনাটি ২০ বছর আগের। ২০০৫ সালে মুক্তি পাওয়া ‘এক আজনবি’র শুটিংয়ের সময়কার। অনিদ্রায় ভুগতেন অমিতাভ। রাতে সময় কাটাতে সিনেমা দেখতেন। একদিন ব্যাংকক ঘুরে দেখতে চেয়েছিলেন।

পরিচালক অপূর্বকে বিষয়টি জানাতেই তিনি বিগ-বিকে নিয়ে যান পাতায়ার নিষিদ্ধ পল্লির একটি ‘ন্যুড ক্লাবে’ । অমিতাভকে সেখানে দেখে ভারতীয়দের মাঝে কী প্রতিক্রিয়া হবে তাই নিয়ে সংশয় ছিল তার মনে। সেসব পরোয়া করেননি বিগ-বি। নিজেই ভরসা দিয়েছিলেন পরিচালককে।

তিনি বললেন,‘‘আমরা যাব।’’ শুটিংয়ে ব্যবহৃত একটি বোতামখোলা শার্ট ও থাই ধুতি পরে কিছুটা বেশ সবদলে ক্লাবে ঢুকেছিলেন। অপূর্ব জানান, এর আগে এ ধরনের ক্লাবে কখনও যাননি অমিতাভ। সেদিন ন্যুড ক্লাবে গিয়ে কাটান আরাই ঘণ্টা।

পরিবেশ দেখে হয়েছিলেন সন্তুষ্ট। বলেছিলেন, ‘‘এক কথায় অসাধারণ।’’সে রাতে হোটেলে ফিরতে রাত তিনটা বেজে যায় তাদের। দুই ঘণ্টা ঘুমানোর সময়ে পেয়েছিলেন। ভোর পাঁচটায় বিছানা ছেড়ে চলে যেতে হয়েছিল শুটিংয়ের সেটে।

এদিকে সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে অভিনয় থেকে বিদায় নিচ্ছেন অমিতাভ। টুইটারে তিনি লিখেছিলেন, ‘Time to go…’, বাংলায় তর্জমা করলে দাঁড়ায়- “বিদায় নেওয়ার সময় এসেছে।” এ থেকেই ছড়ায় গুঞ্জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *