|| মো. নুরুল হুদা ||
মিলেমিশে থাকতাম বেশ
কিছু ত্রুটি কিছু দ্বেষ,
অপরের দুঃখে মর্মবেদনা
ছিল না ভালোবাসার শেষ।
এলো এক কানপড়া
একা খাও সুখে রও
অধিক জনসংখ্যায়
অর্থনীতি থাকে না বেশ,
মানুষ কমাও
নিয়ন্ত্রণ বাড়াও
নইলে হবে খতম দেশ।
মানব জীবন হলো সস্তা
রইল না তার দাম,
বিভাজনে দাঙ্গা বাধাও
পাবে তার ইনাম।
মরে লোক গণহারে
দাঙ্গা-মারামারিতে,
বেশ বেশ থাকব বেশ
কমবে জনসংখ্যা জীবনহানিতে।
লাগাও যুদ্ধ ক্ষেপাও বিরুদ্ধ
রক্ত হবে পাত,
মানব হত্যার হবে বিচার
হয় বিলম্ব কাটে দিন-রাত।
আদর্শের বাণী নিরবে কাঁদে
পেয়ে অবহেলা,
ছলনায় বিশ্ব চলে
নিষ্ঠুরতার দ্বার খোলা।
ধর্মের নামে হানাহানি
অধর্মের হয় জয়,
মানবের জন্য এ পৃথিবী গড়া
অযথাই জীবন ক্ষয়!
লেখক: কবি মো. নুরুল হুদা রচনাকাল: ৫ জানুয়ারি, ২০২৫ খ্রি.।