
|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিনিধি | বিনোদন ডেস্ক ||
গ্রামীণ সংস্কৃতি ও লোকনাট্যকে কেন্দ্র করে সবুজ খান নির্মাণ করেছেন ‘বেহুলা দরদী’ সিনেমা। টাঙ্গাইল অঞ্চলের লোকজ সংস্কৃতি এবং বিখ্যাত বেহুলা নাচারি গীতিনাট্যকে অবলম্বন করে নির্মিত সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আসছে ৩১ অক্টোবর। সংগীতনির্ভর এই চলচ্চিত্রে গান রয়েছে মোট ৪টি। পুরো চলচ্চিত্রের আবহ এবং সংগীত পরিচালনা করেছেন নির্ঝর চৌধুরী।
নির্ঝর এর আগে কাজ করেছেন পদ্মাপুরান, ফুলজান, বিফোর আই ডাই চলচ্চিত্রে। তার সংগীত পরিচালনায় মুক্তির অপেক্ষায় আছে আফজাল হোসেনের ‘মানিকের লাল কাঁকড়া’ ও রাখাল সবুজের ‘সর্দারবাড়ির খেলা’। পদ্মাপুরান ছবিতে তার পরিচালিত গান ‘দেখলে ছবি’ গানে কণ্ঠ দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন চন্দনা মজুমদার। ‘বেহুলা দরদী’তে বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন কানিজ খন্দকার মিতু, রোকসানা রূপসা, দোয়েল রাজা ও নির্ঝর চৌধুরী। গান লিখেছেন ওয়ালদ হাসান।
নির্ঝর চৌধুরী জানান, বেশ বড় পরিসরে চলচ্চিত্রটির সংগীত বিন্যাসের কাজটি হয়েছে। তাদের সম্মিলিত প্রয়াসে আরো ছিলেন শাহরিয়ার রাফাত, শাহরিয়ার আলম মার্সেল, মিনহাজ জুয়েল ও মোস্তাকিম বিল্লাহ। মূল চরিত্রে রূপদানকারী ফজলুর রহমান বাবু। এর পাশাপাশি অভিনয় করেছেন প্রাণ রায়, সূচনা সিকদার, আজিজুন মীম, আশরাফুল আশীষ, আফফান মিতুল, সানজিদা মিলা প্রমুখ। পুরো চলচ্চিত্রের শূটিং হয়েছে টাঙ্গাইলের বিভিন্ন লোকেশনে। এর প্রযোজনায় আছে উৎসব অরিজিনালস।
