বৃহস্পতিবার, নভেম্বর ২১

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ, রাজধানীজুড়ে তীব্র যানজট

চলমান কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে ও আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এসব কর্মসূচি দিনব্যাপী চলবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। এতে রাজধানীজুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসের সামনে মূল সড়কে অবস্থান নেয়। এ সময় আশপাশে থাকা অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও তাদের সাথে যোগ দেয়।

এর মধ্যে সকাল সাড়ে ১০টার রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাস্তার একপাশ অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। ফলে বাড্ডা থেকে কুড়িল বিশ্বরোডমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তবে মেরুল বাড্ডা থেকে রামপুরাগামী রাস্তায় যান চলাচল আংশিকভাবে চলছে। শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে নানা ধরনের স্লোগান দিচ্ছেন।

রাজধানীর নতুনবাজার এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ইউনাইটেড বিশ্ববিদ্যালয়, ঢাকা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ও ইউনির্ভাসিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের শিক্ষার্থীরা। এ সময় তারা ছাত্রলীগের হামলার অভিযোগ করেছেন।

কুড়িল বিশ্বরোড মোড় অবরোধ করে আন্দোলন করছে আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বনানী মোড় অবরোধ করে বিক্ষোভ করতে দেখা যায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। তারাও বিক্ষোভে ছাত্রলীগের হামলার অভিযোগ করেছে।

এদিকে গাবতলী-বাবুবাজার বেড়িবাঁধ সড়ক অবরোধ করে চলমান কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) শিক্ষার্থীরা। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টায় শিক্ষার্থীরা মূল সড়কে অবস্থান নেন। ইউল্যাব শিক্ষার্থীদের সঙ্গে একাগ্রতা পোষণ করে একই স্থানে সমবেত হয়েছেন শ্যামলী আইডিয়াল টেক্সটাইল পলিটেকনিকের শিক্ষার্থীরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *