বেলা শেষে
|| শারমিন শিরিন ||
বহু পথ হেঁটে গোধূলিতে নির্লিপ্ততায় স্থবির
হে মহাকাল
শত ওজরেও তোমার প্রগাঢ় সঙ্গ ব্যর্থতার সামিল।
এতোটুকু আবেদনও কর্ণপাত হবার নয়
যেন বিন্দুমোচন অন্তরীক্ষ ছুতে পারলেও
তবুও সবটাই বিলীন ব্যর্থতায়!
সব শেষে সেই নিয়মতান্ত্রিকতা আর
ভাগ্যব্রতের হাতে গড়া তালা চাবির খেলা!
বেলা শেষে সেই তো আবার একলা ঘরে ফেরা।
মনোরথের আপন সুতোর টানে
চাইলেই যেন দূর ছুটে পালানো দায়!
নিশীথের নিকুঞ্জ বনে তিমির দশার আশ্রয়।
অতিশয় দূরন্তপনায় গতিকতর সে মহাকাল।
ভীত সঞ্চারী ব্যগ্র পথিকের চারিপাশ ঘেরা
ক্লিষ্টতার বেড়াজাল!
কল্পরাজ্যের দরজাতেও মহাকাল পাহাড়ায়
ঘুমন্ত পথিক অবচেতন মনে
নিশ্চুপ ঠায় দাঁড়ায়।
মহাকালের আজ্ঞাবহ বসুধাও যেন
রোজকার চালচিত্রে এসে
যে যার মতো একলা সবাই বেলা শেষে।
লেখিকা: কবি শারমিন শিরিন।