|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কান্ত কবি রজনীকান্ত সেনের জন্মভূমি ঐতিহ্যবাহী সেন ভাঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া ২৪ টি ইভেন্টে বিদ্যালয়ের ছাত্রছাত্রীর ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহন করে।
বিদ্যালয় প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম গোলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম গোলাম রেজা, একাডেমিক সুপারভাইজার মোঃ নাজির উদ্দিন, প্রধান শিক্ষক আব্দুস সবুর খান, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম তালুকদার আলপু, সাবেক প্রধান শিক্ষক আব্দুর রশিদ প্রামাণিক, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য হাজী আব্দুর রশিদ সরকার, দাতা সদস্য আকলিমা খাতুন, ইউপি সদস্য জেসমিন বেগম, সমাজসেবক হাজী বাবুল রেজা তালুকদার, হেলাল উদ্দিন তালুকদার, সমাজসেবক রাজু আহমেদ, সাবেক ছাত্রদল নেতা আসলাম আকন্দ প্রমুখ।