বৃহস্পতিবার, অক্টোবর ৯

বেলকুচিতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার (সিরাজগঞ্জ) ||

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল, বেলকুচি পৌর শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সভায় তৃণমূল নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৩টায় পৌর এলাকার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, মুকুন্দগাঁতীতে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক পলাশ। প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব উজ্জল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রেজাউল করিম রেজা।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, বেলকুচি উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলী জোয়াদ্দার, আব্দুল মতিন, জেলা সদস্য রবিউল ইসলাম তুষার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম (সোহেল) এবং পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের যুগ্ম আহ্বায়কবৃন্দ।

অতিথিরা তাদের বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এবং দলের সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করার উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, স্বেচ্ছাসেবক দল হচ্ছে বিএনপির প্রাণ, যারা আন্দোলনের মাঠে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে ঈদগাহ মাঠ ভরে যায় প্রাণচাঞ্চল্যে। স্লোগান, করতালি আর বক্তৃতায় কর্মী সভাটি রূপ নেয় এক অনুপ্রেরণামূলক সমাবেশে। তরুণ কর্মীদের চোখেমুখে ছিল আন্দোলন ও পরিবর্তনের প্রত্যাশা।

সভা সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম মনজুর আলম। পুরো অনুষ্ঠানটি পরিচালনা ও সমন্বয় করে বেলকুচি পৌর স্বেচ্ছাসেবক দল।

সভায় নেতারা আশাবাদ ব্যক্ত করেন, দলের প্রতি নিবেদিতপ্রাণ তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অচিরেই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নতুন অধ্যায় রচিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *