রবিবার, জুলাই ২৭

বেলকুচিতে সনি-র‍্যাংগস-এর নতুন শোরুম উদ্বোধন

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স বাজারজাতকারী প্রতিষ্ঠান র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড, সিরাজগঞ্জ জেলার বেলকুচিতে উদ্বোধন করল তাদের অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন নতুন শোরুম — “সনি-র‍্যাংগস বেলকুচি শোরুম”।

বৃহস্পতিবার (২৪ জুলাই) শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ফিতা কেটে উদ্বোধন করেন র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড-এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মুস্তাফা ওয়াকি চৌধুরি এবং সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ জানে আলম।

নতুন এই শোরুমে বিশ্বখ্যাত ব্র্যান্ডের আধুনিক প্রযুক্তিনির্ভর ইলেকট্রনিক্স পণ্যসমূহ সজ্জিত করা হয়েছে। আগত ক্রেতারা এখানে পাবেন:

Sony BRAVIA LED 4K Google TV,Sony হোম অডিও ও ভিডিও সিস্টেম,LG 4K UHD ও NanoCell TV,
AI Inverter রেফ্রিজারেটর,আধুনিক ওয়াশিং মেশিন,NeoChef মাইক্রোওয়েভ ওভেন,ওয়াটার পিউরিকেয়ার ও ইয়ারবাডস,এছাড়াও, শোরুমটিতে Whirlpool, Electrolux, Kelvinator, Rangs, Kenstar সহ অন্যান্য আন্তর্জাতিক ব্র্যান্ডের নির্ভরযোগ্য পণ্য সহজলভ্য থাকবে।

উদ্বোধনী উপলক্ষে বিশেষ অফার:
৭ দিনব্যাপী আকর্ষণীয় ডিসকাউন্ট, ফ্রি গিফট, চমকপ্রদ অফার ও বিভিন্ন সুযোগ-সুবিধা।

র‍্যাংগস ইলেকট্রনিক্স গত চার দশক ধরে বাংলাদেশের বাজারে গুণগত মানসম্পন্ন পণ্য সরবরাহের মাধ্যমে ক্রেতাদের আস্থা অর্জন করে আসছে। নতুন এই শোরুম সিরাজগঞ্জবাসীর জন্য ইলেকট্রনিক্স কেনাকাটায় আরও একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।

ক্রেতাদের জন্য আশ্বাস:
শোরুমে প্রতিটি পণ্য অফিসিয়াল, আসল এবং বিক্রয়োত্তর সেবায় শতভাগ নিশ্চয়তাসহ সরবরাহ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *