
|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||
সিরাজগঞ্জের বেলকুচিতে সড়ক দুর্ঘটনায় চম্পা খাতুন (৬৫) নামে এক হজ্জ যাত্রীর মৃত্যু। এলাকাবাসি জানায়, মৃত ব্যক্তি আগামীকাল অর্থাৎ ১৬ এপ্রিল হজে যাওয়ার ফ্লাইট ছিল, কিন্তু তার সে আশা পূরণ হলো না।
সিরাজগঞ্জের বেলকুচিতে মঙ্গলবার (১৫ এপ্রিল) আঞ্চলিক মহাসড়কের সমেসপুর ১১:৪৫ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার কারণ সম্পর্কে জানা যায়, দ্রুতগতির একটি ঘাতক প্রাইভেট কার তাকে সজরে ধাক্কা দিলে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে সে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে।তিনি বেলকুচির ভাতুড়িয়া গ্রামের একজন স্থায়ী বাসিন্দা। ঘটনাস্থলে সবাইকে প্রশ্ন করলে তারা জানায়, একটি দ্রুতগতির প্রাইভেট কার তাকে সজোরে ধাক্কা দিলে সে সঙ্গে সঙ্গে মারা যায়। ঘাতক প্রাইভেট কার আটক করা যায়নি। সে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে বেলকুচি থানার তদন্ত অফিসার (ওসি) আব্দুল বারিক বলেন দুর্ঘটনার সাথে সাথে আমরা ঘটনা স্থলে পৌঁছাই। ঘাতক প্রাইভেট কারকে আমরা আটক করতে পারিনি।লাশ উদ্ধার করে আত্মীয়-স্বজনদের সাথে কথা বলে তাদের কাছে লাশ বুঝিয়ে দেই। দুর্ঘটনার কারণে কেউ বাদী হয়ে থানায় মামলা করেনি।