রবিবার, আগস্ট ২৪

বেলকুচিতে যুব দিবসে র‍্যালি, আলোচনা ও যুব ঋণ বিতরণ

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব র‍্যালি, শপথ বাক্য পাঠ, আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুসাব্বিরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আল মাসুদ, সমাজসেবা অফিসার দেবাশীষ কুমার ঘোষ, সমবায় অফিসার রানা ইসলাম, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম সহ অন্যান্য কর্মকর্তা ও অতিথিবৃন্দ।

এ সময় ২২ জন প্রশিক্ষণার্থীর মাঝে মোট ২০ লাখ ২০ হাজার টাকার যুব ঋণের চেক এবং ৩০ জনকে সনদপত্র প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *