
|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা, স্বাস্থ্য, বাজার ব্যবস্থাপনা ও জনসাধারণের নিরাপত্তা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহান। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসফিয়া সাবেরিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক, ক্যাপ্টেন মাহির, বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ফরিদ।
এছাড়াও সভায় অংশগ্রহণ করেন বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা মাদক, চোরাচালান, বাল্যবিবাহ, অবৈধ পলিথিন ব্যবহার, সড়ক নিরাপত্তা ও বাজার শৃঙ্খলা রক্ষায় সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। জনস্বার্থে সকলকে আইন মেনে চলতে হবে।”
সভা শেষে উপস্থিত সকলের সম্মিলিত প্রচেষ্টায় বেলকুচি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
