
|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার (সিরাজগঞ্জ) ||
সিরাজগঞ্জের বেলকুচিতে জুলাই অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী আনন্দ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে বেলকুচি পৌর এলাকার চালা আদালত মাঠ চত্বরে বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমের সভাপতিত্বে এ আনন্দ মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন— জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা শাখার আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মাজহারুল ইসলাম, সাবেক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, বেলকুচি এনসিপি প্রতিনিধি মুসা হাশেমী, সাবেক বিএনপির দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন কিবরিয়া, বিএনপি নেতা ইকবাল হোসেন আকাশসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল।
বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনা প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং এর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরতে মাসব্যাপী এ আনন্দ মেলার আয়োজন একটি ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ।