
|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’– এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচিতে ২৫ মে রবিবার থেকে ২৭ মে মঙ্গলবার পর্যন্ত তিন দিনব্যাপী ভূমি মেলা ও র্যালি ২০২৫ উদ্বোধন করা হয়। বেলকুচি ভূমি অফিস নিজ উদ্যোগে এ মেলার আয়োজন করে। মেলায় ভূমি সেবা প্রদান ও ভূমি সেবা বিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) প্রতীক মন্ডলের সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাবা আফিয়া সুলতানা কেয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মেলা চলাকালীন অনলাইনে মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ, জরিপ কার্যক্রম বিষয়ক সেবা, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত কৃষি খাস জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, সেবা গ্রহীতাদের সেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার জবাব সরাসরি উত্তর প্রদানের জন্য সেবা বুথে একজন কর্মকর্তা নিয়োজিত থাকবেন। সকল নাগরিককে ভূমি মেলা–২০২৫–এ অংশগ্রহণ করে আধুনিক ও ডিজিটাল ভূমি সেবা গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়।
উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি মাহবুব রশীদ শামীম, বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, প্রশাসক ধুকুরিয়াবেড়া ইউ পি ডাঃ নাজমুল হাসান-সহ উপজেলা ইউনিয়নের ভূমি কর্মকর্তাবৃন্দ।