রবিবার, নভেম্বর ২

বেলকুচিতে বেকার যুবক ও যুব নারীদের ড্রাইভিং, দর্জি ও কম্পিউটার প্রশিক্ষণ শুরু

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||

২০২৫–২০২৬ অর্থ বছরের বেলকুচি উপজেলা পরিষদের রাজস্ব উন্নয়ন তহবিলের আওতায় বেকার যুবক ও যুব নারীদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। রবিবার (০২ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় বেলকুচি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা যুব উন্নয়ন অফিস ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে বেকার যুবক ও যুব নারীদের ড্রাইভিং, দর্জি এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হবে।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হুমায়ুন কবির, সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল), সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ কুমার ঘোষ, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার বেকারত্ব দূরীকরণে কাজ করছে এবং প্রত্যেক যুবক-যুবতীকে দক্ষ জনশক্তিতে পরিণত করার জন্য প্রশিক্ষণ সবচেয়ে বড় বিনিয়োগ। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা কর্মসংস্থান বা স্বনির্ভর হওয়ার সুযোগ পাবেন।

এ প্রশিক্ষণ কর্মসূচিতে মোট ৬৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ চলবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী, এবং কার্যক্রম শেষে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *