
|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের বেলকুচিতে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫ উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে। “কর্মস্থলে ডায়াবেটিস—সচেতনতা গড়ে তুলুন” প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১৪ নভেম্বর) বেলকুচি ডায়াবেটিক সেন্টার অ্যান্ড কমিউনিটি হাসপাতালের উদ্যোগে র্যালি, আলোচনা সভা, কেক কাটা ও বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন প্রধান অতিথি ডা. এ.বি.এম কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক শফিকুল ইসলাম, অজিত সরকার, জাহাঙ্গীর আলম এবং বেলকুচি সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স লিপি আরা।
আলোচনা সভায় বক্তারা ডায়াবেটিস প্রতিরোধে নিয়মিত ব্যায়াম, খাদ্য নিয়ন্ত্রণ ও কর্মস্থলে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির স্বীকৃত অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে বেলকুচি ডায়াবেটিক সেন্টার দীর্ঘদিন ধরে এলাকায় ডায়াবেটিস রোগীদের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
বেলকুচি উপজেলার শেরনগর জামে মসজিদ রোডের মুকুন্দগাঁতী বাজারে অবস্থিত হাসপাতালটিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শতাধিক মানুষ বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, পরামর্শ ও প্রয়োজনীয় নির্দেশনা গ্রহণ করেন।
এদিকে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয় এবং পরে কেক কেটে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫-এর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
