
|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||
সিরাজগঞ্জের বেলকুচি পৌর বিএনপি ও সকল অঙ্গসংগঠনের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) বিকাল সাড়ে তিনটায় সোহাগপুর নতুনপাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খাঁন আলীম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়া, সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, সাবেক যুগ আহ্বায়ক অধ্যক্ষ আঃ মান্নান সরকার।
ইফতার ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম গোলাম, বিএনপির নেতা মোঃ গোলাম আজম, সিরাজগঞ্জ জেলা বিএনপি সহ-তাঁত বিষয়ক সম্পাদক আকছেদ আলী প্রামানিক, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম শফি, যুবদলের আহ্বায়ক শামীম সরকার, সদস্য সচিব কমিশনার আলম প্রামাণিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিব আহসান, ছাত্রদলের সদস্য সচিব রিজন সরকার প্রমুখ।