
|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||
সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব গোলাম মওলা খাঁন বাবলুর সমর্থনে মোটরসাইকেল শোডাউন, লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। তিনি সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন।
রবিবার (২ নভেম্বর ২০২৫) বিকেলে বাবলু খাঁনের বাসভবন থেকে শোডাউনটি শুরু হয়। এতে শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। শোডাউন শুরুর আগে কর্মীরা লিফলেট বিতরণসহ প্রচারণামূলক বিভিন্ন কর্মসূচি পরিচালনা করেন। সমর্থকদের হাতে থাকা লিফলেটে লেখা ছিল— “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক।”
মোটরসাইকেল শোডাউনটি বেলকুচি পৌর শহর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে ধুকুরিয়াবেড়া ইউনিয়নে গিয়ে শেষ হয়। পুরো কর্মসূচি জুড়ে তরুণসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় সমর্থকরা গোলাম মওলা খাঁন বাবলুর প্রতি শুভেচ্ছা জানান এবং তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন। অংশগ্রহণকারীদের দাবি, উন্নয়ন ও পরিবর্তনের প্রত্যাশা থেকেই তারা এই প্রচারণায় যুক্ত হয়েছেন।
পরে ধুকুরিয়াবেড়া উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত ফুটবলারদের মাঝে ফুটবল উপহার দেওয়া হয়।
