বৃহস্পতিবার, অক্টোবর ৯

বেলকুচিতে বাংলাদেশ স্কাউটসের ১০ম বার্ষিক (ত্রৈ-বার্ষিক) কাউন্সিল অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||

বাংলাদেশ স্কাউটস, বেলকুচি উপজেলা শাখায় ৩ বছর মেয়াদি কমিটি গঠন সম্পূর্ণ করা হয়েছে। পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার জনাবা আফিয়া সুলতানা কেয়া সভাপতি ও শিবানী রানী ঘোষকে সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক অফিসার এস এম গোলাম রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান-সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আশা শিক্ষকমণ্ডলী।

বাকি সদস্য হলো- সহ সভাপতি এস, এম গোলাম রেজা, উপজেলা মাধ্যমিক অফিসার, মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ইউসুফ আলী, সুপার ধুকুরিয়াবেড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, নজরুল ইসলাম, প্রধান শিক্ষক সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মিজানুর রহমান, প্রধান শিক্ষক মাহমুদপুর সঃ প্রাঃ বিদ্যালয়।

কমিশনার মেহেদী মাসুদ, প্রধান শিক্ষক সোহাগপুর নতুনপাড়া আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়। কোষাধ্যক্ষ মনিরুজ্জামান (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক বেলকুচি সঃ প্রাঃ বিদ্যালয়। যুগ্ম সাধারণ সম্পাদক: ইফতেখার মোহাম্মদ আহসান উল্লাহ, ধুকুরিয়াবেড়া দক্ষিণ পাড়া সঃ প্রাঃ বিদ্যালয়। গ্রুপ সভাপতি: ছাইদুল ইসলাম, আব্দুল কাদের, মনোয়ারুল ইসলাম, হামিদা খাতুন, অডিটর, নুরুল ইসলাম মোল্লা, রাবেয়া বসরী ও শামিম রেজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *