রবিবার, আগস্ট ২৪

বেলকুচিতে খেলাফত যুব মজলিসের মতবিনিময় সভা

|| বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||

সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকালে বেলকুচি প্রেসক্লাবে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে বাংলাদেশ খেলাফত যুব মজলিস বেলকুচি উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস বেলকুচি উপজেলা খেলাফত যুব মজলিসের উপদেষ্টা মাওঃ হাবিবুল্লাহ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস বেলকুচি উপজেলা শাখার সভাপতি মাওঃ আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক মুফতি আবু ইউসুফ, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক আবু মুসা, আরিফুল ইসলাম, রাসেলসহ বাংলাদেশ খেলাফত যুব মজলিসের অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস সম্পুর্ণ ইসলামী চিন্তাধারায় বিশ্বাসী। পূর্ণাঙ্গ জীবনে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যেই এই সংগঠন তার কর্মসূচি পালন করছে৷ আল্লাহর দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *