বুধবার, নভেম্বর ২৬

বেলকুচিতে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদশর্নীর উদ্বোধন

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ সেবা প্রদশর্নী উদ্বোধন ও পুরুস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও প্রানিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা প্রানিসম্পদ অফিস চত্বরে প্রদর্শনীর উদ্বোধন ও পুরুস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।

উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা আবু হেলাল উদ্দিন, বেলকুচি থানার উপ-পরির্দশক সবুজ কুমার, দৌলতপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শামচুল আলমসহ বিভিন্ন খামারিরা ও শিক্ষার্থীরা অংশ নেন।

প্রদর্শনীতে ৩০টি স্টলে উন্নত জাতের এবং অধিক উৎপাদনশীল জাতের গবাদিপশু যেমন- গাভি, বাছুর, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস, কবুতর, শৌখিন পাখি, পোষাপ্রাণী প্রদর্শন করেন উদ্যোক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *