
|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম (এসইডিপি), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সিরাজগঞ্জের বেলকুচিতে একটি বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় বেলকুচি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার জনাব আফরিন জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস. এম. গোলাম রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার; মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ, বেলকুচি সরকারি কলেজ; জহুরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা; মুসাব্বির হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং রেজাউল করিম, সাধারণ সম্পাদক, বেলকুচি প্রেসক্লাব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আব্দুল জব্বার, জেলা শিক্ষা অফিসার, সিরাজগঞ্জ।
এসময় বেলকুচি উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখা শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে পারফরম্যান্স বেজড গ্র্যান্টসের আওতায় সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস, সিরাজগঞ্জ।