শুক্রবার, জানুয়ারি ৯

বেলকুচিতে নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ সভা অনুষ্ঠিত

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬কে সামনে রেখে নির্বাচনী আচরণ বিধি ২০২৫ বিষয়ে সংশ্লিষ্টদের অবহিত করতে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচনকালীন আচরণ বিধি যথাযথভাবে অনুসরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, উপজেলা সমাজসেবা অফিসার দেবাশীষ কুমার ঘোষ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

উপস্থিত রাজনৈতিক নেতাদের মধ্যে ছিলেন জাতীয় পার্টির প্রার্থী আকবর হোসেন, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি।

এছাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাহবুব রশীদ শামীম, পৌর আমির ছারোয়ার হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি আবুল হোসেন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক রাশেল তালুকদার সহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, নির্বাচনী আচরণ বিধি মেনে চললে নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য হবে। তারা সকল রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধি কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *