
|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||
সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে তিন শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। এসময় শিক্ষা উপকরণ ও ফুলেল শুভেচ্ছায় বিদায় ও বার্ষিক দোয়া মাহফিল হয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা ও দোয়া অনুষ্ঠানে বিপুল সংখ্যক
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক-সহ এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক দেবাশীষ কুমার সরকার ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী রিফা খাতুন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি প্রেসক্লাবের সভাপতি ও সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গাজী সাইদুর রহমান, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামসুল আলম, খাজা ইউনুস আলী ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের প্রভাষক জাহিদুল ইসলাম, বেলকুচি প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আল-আমিন হোসেন, অত্র স্কুলের সহকারী প্রধান শিক্ষক ফরিদ হাসান, শিক্ষক প্রতিনিধি শিবানী রানী ঘোষ-সহ শিক্ষক মণ্ডলী।