শুক্রবার, অক্টোবর ১৭

বেলকুচিতে জামায়াতের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

|| বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||

বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত সিরাজগঞ্জ-৫ আসনের নির্বাচন বিভাগ আয়োজিত ‘পোলিং এজেন্ট  তৈরির লক্ষ্যে দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার  (১৭ অক্টোবর) সকালে বেলকুচি শেরনরস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রোগ্রামের শুরুতেই দারসুল কুরআন পেশ করেন সংগঠনের বেলকুচি উপজেলা নায়েবে আমির মাওলানা আবুল হাসেম  সরকার। 

অনুষ্ঠানে প্রধান অতিথি সিরাজগঞ্জ-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আলী আলম তাঁর সমাপনী ভাষণে বলেন, আগামী ফেব্রুয়ারিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশবাসীর নিকট ৫-দফা দাবি তুলে ধরেছে। 

জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি ন্যায়-ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্ররূপে গড়ে তুলতে চায়। এ লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল দায়িত্বশীলকে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যেতে হবে। 

উক্ত কর্মশালায় সিরাজগঞ্জ-৫ আসনের নির্বাচনী বিভাগের পরিচালক অধ্যাপক নুর-উন-নবী সরকারের সভাপতিত্বে বিভিন্ন বিষয়ের উপর দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন নির্বাচনী বিভাগের সদস্য সচিব ও বেলকুচি উপজেলা জামায়াতের আমীর আরিফুল ইসলাম সোহেল, উপজেলা নির্বাচন বিভাগের পরিচালক ও বেলকুচি উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাজহারুল ইসলাম।  

উক্ত পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালায় বেলকুচি, এনায়েতপুর ও চৌহালী উপজেলার বিভাগীয় দায়িত্বশীলগণ ডেলিগেট হিসেবে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *