শনিবার, জানুয়ারি ৪

বেলকুচিতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||

বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) জাতীয়তাবাদী ছাত্রদল বেলকুচি উপজেলা, পৌর ও কলেজ শাখার উদ্যোগে কেক কর্তন, আলোচনা ও  র‍্যালী অনুষ্ঠিত হয়। 

জেলা ছাত্রদলের সহ-সভাপতি মন্জুর কাদেরের সভাপতিত্বে র‍্যালী পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন ভূইয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুর রাজ্জাক মন্ডল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফি। বেলকুচি কলেজ ছাত্র সংসদের সাবেক প্রো ভিপি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল করিম, সাবেক যুগ্ম সম্পাদক আবু খালিদ রাজ্জাক, মোশাররফ হোসেন আকন্দসহ অঙ্গ ও সহযোগী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *